শিরোনাম
◈ আর নয় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ◈ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত ◈ বায়তুল মোকাররমে তাবলিগের দু’পক্ষের বাকবিতণ্ডা-মারামারি ◈ আমরা একে অপরের ভাই, মিলেমিশে থাকা উচিত, আমরা একসঙ্গে থাকব : আদালতে আমির হোসেন আমু ◈ ক্লাব বিশ্বকাপের আগে দলবদলের সুযোগ দেবে ফিফা ◈ আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে ◈ ট্রাম্পের কট্টর সমালোচক থেকে ভাইস প্রেসিডেন্ট, কে এই জেডি ভ্যান্স? ◈ যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩ ◈ সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে বের করে দিলেন আইনজীবীরা (ভিডিও) ◈ মির্জা আব্বাসের বক্তব্যের কড়া জবাব দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০১:৪০ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে শীতকালীন শাকসবজি বীজ ও রাসায়নিক সার বিতরন

মিজান লিটন, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর  উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করেছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৬ নবেম্বর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা হল রুম উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় উপস্থিত থেকে এ কৃষি উপকরন বিতরন করেন। 

৯৭০ জন কৃষক কে ৯ প্রকার রবি ফসল ও ১৭০০ জন কে শীতকালীন হাইব্রিড  শাকসবজি, সার ও নগদ অর্থ বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুকবুল হোসেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোহাম্মদ রফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তারসহ প্রতিটি ইউনিটের কৃষি  কর্মকর্তাগণ। 

তিনি আরো জানান, উপজেলায় তামাক চাষী নিরুৎসাহী করতে হবে। যারা তামাক ছেড়ে শাকসবজি ও ফলজ চাষ করবে তাদের জন্য বাড়তি কৃষি সহায়তা প্রদান করা হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৪ – ২০২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচি আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার নগদ অর্থ সহায়তা প্রদান  করা হয়। দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রর্যায়ক্রমে আরো কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হবে। বৈষম্যহীন ভাবে কৃষি তালিকা করে কৃষি উপকরন বিতরন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়