শিরোনাম
◈ ট্রাম্পের কট্টর সমালোচক থেকে ভাইস প্রেসিডেন্ট, কে এই জেডি ভ্যান্স? ◈ যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩ ◈ সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে বের করে দিলেন আইনজীবীরা (ভিডিও) ◈ মির্জা আব্বাসের বক্তব্যের কড়া জবাব দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ শহীদ আবু সাঈদের দুই ভাই যা চাইলেন প্রধান উপদেষ্টার কাছে  ◈ বাংলাদেশ ও ভারত সেনাপ্রধানদের ভার্চুয়াল বৈঠক ◈ আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন আমাদের কাছে আসে: প্রধান উপদেষ্টা ◈ প্রেসিডেন্ট হিসেবে প্রথমেই যে ৭ কাজ করবেন ট্রাম্প ◈ কেউ দায়িত্বে অবহেলা করলে আমাকে জানাবেন, শাস্তিমূলক ব্যবস্থা নেব : চসিক মেয়র শাহাদাত ◈ তিন মাসে অন্তর্বর্তী সরকার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিয়েছে : ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:০৯ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাদেবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লিয়াকত আলী বাবলু , মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেলরানা, সহকারী কমিশনার (ভ‚মি) রিফাত আরা, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেস ক্লাসের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, উপজেলা বিএনপির সভাপতিআলহাজ¦ রবিউল আলম বুলেট, জামায়াতে ইসলামের আমির আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারী মুফতি মা’আরিফুল ইসলাম, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমূখ। 

বক্তারা মহাদেবপুরের রাস্তার যানজট, বয়লারের ছাই, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের সামনের রাস্তা দখল করে দাঁড় করিয়ে রাখা ট্রাকগুলো সরিয়ে নেওয়ার দাবী জানান। প্রধান অতিথি জেলা প্রশাসক মনোযোগ দিয়ে এ সব সমস্যার কথা শোনেন এবং দ্রæত সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়