শিরোনাম
◈ ট্রাম্পের কট্টর সমালোচক থেকে ভাইস প্রেসিডেন্ট, কে এই জেডি ভ্যান্স? ◈ যাত্রী সেজে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩ ◈ সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে বের করে দিলেন আইনজীবীরা (ভিডিও) ◈ মির্জা আব্বাসের বক্তব্যের কড়া জবাব দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ শহীদ আবু সাঈদের দুই ভাই যা চাইলেন প্রধান উপদেষ্টার কাছে  ◈ বাংলাদেশ ও ভারত সেনাপ্রধানদের ভার্চুয়াল বৈঠক ◈ আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন আমাদের কাছে আসে: প্রধান উপদেষ্টা ◈ প্রেসিডেন্ট হিসেবে প্রথমেই যে ৭ কাজ করবেন ট্রাম্প ◈ কেউ দায়িত্বে অবহেলা করলে আমাকে জানাবেন, শাস্তিমূলক ব্যবস্থা নেব : চসিক মেয়র শাহাদাত ◈ তিন মাসে অন্তর্বর্তী সরকার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নিয়েছে : ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:০৫ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহ সীমান্তে পাচারকারীসহ ৬ জন আটক 

ফিরোজ আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে নারী পাচারকারী মঞ্জু খানকে আটক করেছ ৫৮ বিজিবি। এ সময় আরও ০৫ নারীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামের মোমিনতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ঢাকার যাত্রাবাড়ি এলাকার গেন্ডরিয়া ইউনিয়নের পশ্চিম যাত্রবাড়ি গ্রামের চাঁদ খানের ছেলে মঞ্জু খান। তার বিরুদ্ধে মুগদা, পাঁচলাইশ ও কেরানীগঞ্জ থানায় একাধিক মানব পাচারের মামলা রয়েছে। এছাড়া,  উদ্ধারকৃত নারীরা হলেন, চাঁদপুর জেলার মতলবপুর থানার সুজাতপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১), নরসিংহী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মনছুর আলীর মেয়ে মোছা. রুবিনা আক্তার (৩৬), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের মোহাম্মদ ছাত্তার ব্যাপারীর মেয়ে মোছাঃ নিশি খাতুন (২০), ঢাকার রামপুরা থানার পূর্ব রামপুরা গ্রামের রুমিজুল ইসলামের মেয়ে রুমি আক্তার (২৫) ও ঢাকার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে মোছাঃ লাবনী আক্তার (৩৪)।

৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত পিলারের ৫৪/২ এস থেকে আটশ গজ বাংলাদেশের মধ্যে অবস্থান নেয়। এ সময় ৫ নারী নিয়ে আদাম পাচারকারী মঞ্জু খান দ্রুত গতিতে সীমান্তের শুন্য লাইনের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বিজিবি তাদের পিছু নিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলে থাকা আরেকটি দল তাদের আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়