শিরোনাম
◈ চট্টগ্রাম হাজারী গলিতে যৌথ বাহিনীর অভিযানে ৮০ জন আটক ◈ ফের ব্যাটিং ব্যর্থতায় আফগানদের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের ◈ ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাব আইআইজিএবির ◈ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে ৫ জনের নাম দিলো বিএনপি ◈ ট্রাম্পের জয়ে ডলার আরো শক্তিশালী, অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্য একযোগে কখনো এতটা বাড়েনি ◈ শিক্ষার্থীদের ট্রাফিক ছাড়াও সরকারি বিভিন্ন কাজে পার্ট-টাইম চাকরির সুযোগ মিলবে : উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ গ্রাহকদের প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান বাংলাদেশ ব্যাংকের ◈ বাংলাদেশের ১৩ ক্রিকেটার আইপিএলের মেগা নিলামে ◈ আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব : বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প ◈ উভয় দেশের দ্বিপক্ষীয় স্বার্থকে এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান শেখ হাসিনা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে চর পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকা আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে বিদ্যালয় মাঠে চর পোগলদিঘা এলাকাবাসীর সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার গাড়ির গতিরোধ করে এসব অনিয়ম দূর্নীতির অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ১৭ নং চর পোগলদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা নাজমুন নাহার ডেইজি ওই বিদ্যালয়ে সিনিয়র ২ জন শিক্ষক/শিক্ষিকা থাকলেও ক্ষমতার দাপটে জুনিয়র হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। দায়িত্ব নেয়ার পর থেকেই শুরু হয় বিদ্যালয়ের সকল বরাদ্ধের টাকা নামমাত্র কাজ দেখিয়ে শিক্ষা কর্মকর্তাদের যোগ সাজসে আত্মসাত করেন।  একটি টিউবওয়েল ৩ বার দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন৷ ১২০ টাকার ২ টি সিমানা পিলার কিনে ৮ হাজার টাকা খরচ দেখিয়েছে, পানির পাম্প না কিনেই টাকা কেটে নিয়ে গেছে, এছাড়াও বিদ্যালয়ে এসে অভিভাবক ও সহকারী শিক্ষকদের সাথে অসদাচরণ করেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। 

এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহান শাহ, ওয়ার্ড যুবদলের সভাপতি স্বাধীন মিয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, অভিভাবক জমিলা সহ এলাকাবাসী। এসময় তারা উর্ধতন কতৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় বিচার দাবি করে এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা নাজমুন নাহার ডেইজি বলেন, আমার বিষয়ে যে অভিযোগ গুলো আনা হয়েছে সে সব অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি এসব দূর্ণীতির সাথে কখনোই জড়িত না। 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন বলেন, আমি ও আমার সহকারী শিক্ষা অফিসার কালকে ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ শুনেছি। আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমার উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়