শিরোনাম
◈ চট্টগ্রামে হামলায় ইসকন সমর্থকরাই জড়িত বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ, ইসকনের অস্বীকার ◈ চট্টগ্রাম হাজারী গলিতে যৌথ বাহিনীর অভিযানে ৮০ জন আটক ◈ ফের ব্যাটিং ব্যর্থতায় আফগানদের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের ◈ ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাব আইআইজিএবির ◈ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে ৫ জনের নাম দিলো বিএনপি ◈ ট্রাম্পের জয়ে ডলার আরো শক্তিশালী, অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্য একযোগে কখনো এতটা বাড়েনি ◈ শিক্ষার্থীদের ট্রাফিক ছাড়াও সরকারি বিভিন্ন কাজে পার্ট-টাইম চাকরির সুযোগ মিলবে : উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ গ্রাহকদের প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান বাংলাদেশ ব্যাংকের ◈ বাংলাদেশের ১৩ ক্রিকেটার আইপিএলের মেগা নিলামে ◈ আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব : বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনএম'র কার্যালয় ভাঙচুর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন (বিএনএম)  বিএনএম'র অস্থায়ী কার্যালয়ের অফিস উদ্বোধনের একদিন পরেই ভাঙচুরের ঘটনা ঘটেছে ।  এসময় হামলাকারীরা ‘খুনি হাসিনার দোসর শাহ জাফর নিপাত যাক, হই হই রই রই শাহ জাফর গেলি কই‘ স্লোগান দিতে থাকে বলে জানা গেছে। তবে হামলার সময় অফিসটিতে কোনো নেতাকর্মী ছিলো না। 

বুধবার (০৬ নভেম্বর) বিকেলে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে মঙ্গলবার (০৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে থানা রোডের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এর আগে সোমবার বিকেলের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) চেয়ারম্যান সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর কার্যালয়টি উদ্বোধন করেন। 

জানা যায়, দলটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। নির্বাচনের আগে বিএনপি থেকে তিনি দল পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দল সৃষ্টি করে দলের চেয়ারম্যান হন। ওই নির্বাচনে তিনি বিএনএম থেকে ফরিদপুর-১ আসনে সংসদ নির্বাচন প্রতিন্দ্বন্দিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমানের কাছে বিপুল ভোটে পরাজিত হন। গত সোমবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে থানা রোডে বিএনএম'র অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন দলটির চেয়ারম্যান। পরেরদিন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে চেয়ার টেবিল ও সিলিংফ্যান ভাঙচুর করে পালিয়ে যায়।
 
এ ব্যাপারে বোয়ালমারী পৌর বিএনএম‘র সদস্য সচিব আশরাফুল আলম সেলিম বলেন, ঘটনার সময় অফিসে কেউ ছিলনা। তবে কারা অফিস ভাংচুর করেছে তা তিনি বলতে পারেননি। তিনি বলেন, দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছেন। তাই কোন অভিযোগ দেওয়া হয়নি। 

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) চেয়ারম্যান ও সাবেক এমপি শাহ মো. আবু জাফর জানান, আমরা দল নিবন্ধিত একটি রাজনৈতিক দল। এদেশে গণতন্ত্রকে সুগম করতে প্রতিটি রাজনৈতিক দলেরই সমান সুযোগ থাকা উচিত। সবাই যার যার দলের রাজনীতি প্রাণ খুলে করতে পারবে সেই সময় এখন চলছে। হামলা ভাংচুরের দিনতো চলে গেছে। তারপরও কেন আমার দলের রাজনৈতিক কার্যালয়ে হামলা ভাংচুর করা হলো? যারা এটা করেছে তারা ঠিক করেনি। আমি এর তীব্র নিন্দা জানাই। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে সঠিক তদন্ত করে হামলাকারীদের বিচারের আওতায় আনার। 

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়। তবে দূর্বৃত্তরা চেয়ার ভাঙচুর করেছে তার অবশিষ্ট রয়ে গেছে। তবে অফিস ভাঙচুর হয়নি। এখনও থানায় লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়