শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব ◈ ফরিদপুরে  বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ ◈ ম্যানচেস্টার সিটির পরাজয়, অন্য ম্যাচে জিতলো  লিভারপুল ◈ নিজের মাঠেই এসি মিলানের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ ◈ ‘ঠিকানায় সাদ্দাম’, তোপে খালেদ মুহিউদ্দীন, হাসনাত-সারজিস বললেন ‘শহিদদের সঙ্গে প্রতারণা’ ◈ শপথ নিলেন পিএসসির আরও ৪ সদস্য ◈ সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না, প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি ◈ ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ৭০ টাকার জন্য  কিশোরকে পিটিয়ে  হত্যা

নিহত সাইদুল

এন এ মুরাদ , মুরাদনগর : কুমিল্লার মুরাদনগরে মাত্র ৭০ টাকার জন্য  সাইদুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেন তাঁরই প্রতিবেশী লিমন (১৯)।  নিহত সাইদুল উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের সাদেক মিয়ার ছেলে। ঘাতক  লিমন একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে।  সোমবার (৪ নভেম্বর) নিহতের অভিভাবক হিসেবে ( নানা)  আঃ মালেক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন পূর্বে সাইদুল ইসলাম পাশের বাড়ির  লিমনের কাছ থেকে ৭০ টাকা ধার নেয়। সে খুবই দরিদ্র পরিবারের সন্তান। টাকা দিতে না পারায়  বাড়ীর সামনে সড়ক থেকে সাইদুলকে লিমন (১৯) লিমন ধরে বাড়িতে নিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন লিমনের জেঠা  মমিনুল (৪৫) ও মজিবুর (৫০)।   বাড়ির ভীতরে নিয়ে তাকে মাথায়  এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে রাখেন। সেখান থেকে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নিয়ে যায়।  ৩ দিন চিকিৎসাধীন থাকার পর কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।  

সাইদুল  মুরাদনগর কনিকা টেইলার্সে চাকুরী করত। এলাকাবাসী জানায়, সাইদুল খুবই ভালো ছেলে।   ছোট থেকে অনেক অভাব অনটনের মধ্যে বেড়ে উঠেছে । সে মুরাদনগর টেইলার্সের দোকানে থাকত।   মাত্র ৭০ টাকার জন্য ছেলেটিকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখেন। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।


মুরাদনগর থানার ওসি মোঃ মাহবুবুল হক বলেন, অভিযোগ পেয়ে মামলা আমলে নেওয়া হয়েছে।  অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়