শিরোনাম
◈ গ্রাহকদের প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান বাংলাদেশ ব্যাংকের ◈ বাংলাদেশের ১৩ ক্রিকেটার আইপিএলের মেগা নিলামে ◈ আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব : বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প ◈ উভয় দেশের দ্বিপক্ষীয় স্বার্থকে এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান শেখ হাসিনা ◈ ছাত্রলীগ নেতাকে নিয়ে খালিদ মহিউদ্দিনের টক শো, যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ◈ ৩১ হাজার পিস টাপেন্টাডল ও ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস উল্টে হেলপার নিহত, আহত শতাধিক

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিকস এর শ্রমিকবাহী পলাশ পরিবহণ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক শ্রমিক ।  
 
মঙ্গলবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পলাশ পরিবহনের শ্রমিকবাহী বাস খাদে পড়ে উল্টে যায়। বাসটিতে চড়ে প্রতিক সিরামিকসের শ্রমিকরা বাসায় ফিরছিলেন। পথে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে এমন দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় বাসের ড্রাইভার দৌড়িয়ে পালিয়ে যায়। 
 
নিহত বাস হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধামরাই ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন নিহত যুবক পলাশ পরিবহন বাসের হেলপার ছিলেন। ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, মঙ্গলবার (৫নভেম্বর)গভীর  রাতে ধামরাইয়ের ডাউটিয়া থেকে প্রতীক সিরামিক এর ৫০জনের বেশি শ্রমিক নিয়ে নবীনগরের দিকে যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। 
 
এতে আহত হন বাসে থাকা প্রতীক সিরামিকসের প্রায় ৫০জন শ্রমিক। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের উদ্ধার করে ধামরাই,সাভারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকা জনক বলে জানা যায়।
 
এই বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করি এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরে ধামরাই থানাপুলিশের কাছে নিহতের লাশহন্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পলাশ পরিবহন নামের বাসটিও উদ্ধার করা হয়েছে। তবে এই বাসটি ফিটনেস বিহীন ছিল।তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
 
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়