শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব ◈ ফরিদপুরে  বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ ◈ ম্যানচেস্টার সিটির পরাজয়, অন্য ম্যাচে জিতলো  লিভারপুল ◈ নিজের মাঠেই এসি মিলানের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ ◈ ‘ঠিকানায় সাদ্দাম’, তোপে খালেদ মুহিউদ্দীন, হাসনাত-সারজিস বললেন ‘শহিদদের সঙ্গে প্রতারণা’ ◈ শপথ নিলেন পিএসসির আরও ৪ সদস্য ◈ সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না, প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি ◈ ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেলসহ তিন বাস ও এক রেস্টুরেন্টকে জরিমানা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন বাসগাড়ি, দুই মোটরসাইকেল ও এক রেস্টুরেন্টকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে কুমিল্লা-মিরপুর সড়কে ও সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নানা অনিয়মের অভিযোগ ও যানযট নিরসনের লক্ষ্যে এসব যানবাহন ও রেস্টুরেন্টকে বিভিন্ন অংকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া জেলা মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছ, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে অভিযান পরিচালনার সময় একটি রিয়েল কোচ ও একটি সততা একতা বাসের চালককে মোটরযান আইনে ৫ হাজার করে ১০ হাজার, ফারজানা ট্রান্সপোর্ট বাসের চালককে একই আইনে ৭ হাজার, দুটি মোটরসাইকেল আরোহীকে ৫শ করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলা সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড হালিম কর্নার (মাওলা হোটেল) মালিককে ভোক্তা অধিকার আইনে ৮ হাজারসহ মোট ২৬ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়