শিরোনাম
◈ ‘ঠিকানায় সাদ্দাম’, তোপে খালেদ মুহিউদ্দীন, হাসনাত-সারজিস বললেন ‘শহিদদের সঙ্গে প্রতারণা’ ◈ শপথ নিলেন পিএসসির আরও ৪ সদস্য ◈ সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না, প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি ◈ ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার ◈ আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা অন্যায়: শমী কায়সার ◈ ট্রাম্প তার বিজয় বক্তৃতায় কী বলেছেন? গুরুত্বপূর্ণ কিছু অংশ ◈ ডোনাল্ড ট্রাম্পের বিজয়, যা বলছে চীন ◈ ‘বন্ধু’ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদি  ◈ পুলিশের উপর এসিড নিক্ষেপ, যা বললেন সেনা কর্মকর্তা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে নির্বাচনে ফিলিস্তিনি–মার্কিন নারী যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০১:০৯ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় রাস্তা ভেঙ্গে খালে, যানবাহন চলাচল বন্ধ

ফারুক আহাম্মদ (ব্রাহ্মণপাড়া) কুমিল্লা প্রতিনিধি : রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করে হচ্ছিল মাছ চাষ ৷ অতিরিক্ত পানির চাপে প্রায় ২০ ফুট রাস্তা ভেঙ্গে খাল চলে যাবার খবর পাওয়া গেছে৷ ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই বাজারে ৷ এতে শিদলাই এলাকার সাথে আশ পাশের প্রায় ২০ হাজার মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে ৷ 

সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা শিদলাই টু মাধবপুর - শিদলাই টু চান্দলা টানা ব্রীজ যাবার রাস্তাটি গত রবিবার রাতে ভেঙ্গে খালের সাথে মিশে যায়৷ এতে করে ঐ রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়৷ বাজারের উত্তর পাশে এরশাদ মেম্বারের বাড়ির দুইটি পুকুরে অতিরিক্ত পানি আটকিয়ে মাছ চাষ করছিল ঐ এলাকার মৃত লাল মিয়ার ছেলে রাজা মিয়া (৬০), লাল মিয়ার ছেলে হারুন মিয়া (৫০), মোঃ শফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (৪০), শাভু মিয়ার ছেলে মোঃ হিমু(৬০), মোঃ বাবুল (৫০) তিতাব আলীর ছেলে মান্নান (৫৫)।  

রাস্তা এবং পুকুরের পাড়ের গাছ গুলো কেটে নিয়ে গেলেও রাস্তা মেরামতের কোন পদক্ষেপ  নেয়নি পুকুরের মালিকরা ৷নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা জানান তারা রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করে আসছে অনেক বছর ধরে ৷ তাদের সুবিদার জন্য এলাকার মানুষ আজ চরম বিপাকে পড়েছে ৷ তাদের আইনের আওতায় আনার আহবান জানান এলাকাবাসী ৷ 

এ বিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন পানির চাপে রাস্তা ভেঙ্গে খালের সাথে একাকার হয়ে গেছে ৷ এতে করে স্থানীয় সহ আশপাশের লোকজনের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে৷  যানবাহন চলাচল বন্ধ রয়েছে ৷ ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মাটি দিয়ে ভাঙ্গা রাস্তাটি মেরাতমের কাজ শুরু হয়েছে৷ অল্পকিছু দিনের মধ্যে যানবাহন চলাচল করতে পারবে ইনশাআল্লাহ৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়