শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব ◈ ফরিদপুরে  বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ ◈ ম্যানচেস্টার সিটির পরাজয়, অন্য ম্যাচে জিতলো  লিভারপুল ◈ নিজের মাঠেই এসি মিলানের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ ◈ ‘ঠিকানায় সাদ্দাম’, তোপে খালেদ মুহিউদ্দীন, হাসনাত-সারজিস বললেন ‘শহিদদের সঙ্গে প্রতারণা’ ◈ শপথ নিলেন পিএসসির আরও ৪ সদস্য ◈ সংস্কারের জন্য অর্থের কোনো ঘাটতি হবে না, প্রধান উপদেষ্টাকে পাওলা পামপালোনি ◈ ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০১:০৪ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের দায়ের মামলায় দু' ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১১ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে  আসামিরা আত্মসমর্পণ করে জামিন চায়লে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

একই সঙ্গে আসামীদের জামিনে আপত্তি নেই মর্মে আবেদন করায় বাদীকেও সন্ধ্যা পর্যন্ত আটকে রাখার নির্দেশ দেয়া হয়। মামলার এজারহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে গত ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। সদর উপজেলার বারঘোরিয়া এলাকার ইউসুফ আলী মামলাটি দায়ের করেন। এমামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ও মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজন, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে আরো বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে সরকার পতনের আন্দোলন চলছিল। আন্দোলনে যোগ দিতে আসার পথে শিবতলা এলাকায় আসামিরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটনায়।

আসামী পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, ওই মামলায় ২৬ জনের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, আদালতে উপস্থিত হয়ে জামিনে আপত্তি নাই এমন আবেদন করায় মামলার বাদী ইউসুফ আলীকেও সন্ধ্যা পর্যন্ত  আটক রাখার নির্দেশ দেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, জামিন নামঞ্জুর হওয়া আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়