শেখ সেকেন্দার আলী,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির কেআরআর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র ক্রীড়া লম্পট শিক্ষক মিলন কুমার রায়কে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সরেজমিনে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকাবাসীর সাথে কথা বলেছেন এসিলান্ড মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ও শিক্ষা কর্মকর্তা।
এসময় উপস্থিত সবাই শিক্ষক মিলন কুমার রায়কে বহিষ্কারের দাবি জানান। কেআরআর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী জানায়, শিক্ষক মিলন কুমার রায় স্কুলের ছাত্রীদের দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে। ইতিমধ্যে কয়েক বছর ধরে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন শিক্ষক মিলন।
গত ২৩ অক্টোবর এই শিক্ষকের বিরুদ্ধেএকজন ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। ইতোপূর্বে সে এমন অপকর্ম করেছিল। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছিলো। সে সময় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগ আছে কয়েক দফায় টাকা দিয়ে রফা করে কাজে ফিরেন সেই শিক্ষক। সম্প্রতি দশম শ্রেণীর ছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে ফের আলোচনায় আসেন শিক্ষক মিলন কুমার রায়।
পরীক্ষা চলাকালীন সময়ে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এরপর তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ঐ ছাত্রীর পিতা। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী তাৎক্ষণিক শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে সোমবার(৪ নভেম্বর ) মিছিল করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান হয়েছে। এছাড়াও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলা এসিল্যান্ড ও শিক্ষা কর্মকর্তা কেআর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনের সময় উদ্ধত পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। এসময় তিনি বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবিষয়ে জানতে শিক্ষক মিলন কুমার রায়ের মোবাইল ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :