শিরোনাম
◈ ‘বন্ধু’ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদি  ◈ পুলিশের উপর এসিড নিক্ষেপ, যা বললেন সেনা কর্মকর্তা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে নির্বাচনে ফিলিস্তিনি–মার্কিন নারী যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন ◈ বিদেশি ‘নাগরিকত্ব’ নিয়ে যাঁরা মন্ত্রী-এমপি হয়েছেন ◈ এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ এর আগে কখনোই দেখেনি : বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প (ভিডিও) ◈ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আমির হোসেন আমু গ্রেফতার ◈ শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে : ছেলের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তাপসের মা ◈ সারাদেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ◈ বিজয় থেকে সামান্য দূরে ইতিহাস গড়ার পথে ডোনাল্ড ট্রাম্প ◈ যত প্রভাবশালীই হোক, কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় পাওনা টাকা দাবি করে লাশ দাফনে বাধা

ফারুক আহাম্মদ (ব্রাহ্মণপাড়া)কুমিল্লাপ্রতিনিধি : ১৭ বছর আগের মেয়ের জামাতার কাছ থেকে পাওনা টাকা দাবি করে লাশ দাফনে বাধা দিয়েছে পাওনাদার। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন উত্তর পাড়া এলাকায়। 

জানা গেছে  ১৭ বছর আগে ভাতিজি জামাইয়ের কাছে টাকা পাওনা আছে বলে উপজেলার দর্পনারায়ন পুর এলাকার হাবিব মিয়া,  মোঃ আবু জাহের, , মোঃ বাছির, মোঃ জয়নাল, , মোঃ কামরুল , মোঃ আল আমিন, মোঃ রিপন, মোঃ খোকন সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন লাশ দাফনে বাধা প্রদান করে৷ 

এসময় মৃত বাড়ির মানুষ এবং মৃত ব্যাক্তিকে দাফন করতে আসা তার আত্মিয় স্বজনরা প্রতিবাদ করলে তারা হামলা চালায়।  এ বিয়ষে জানতে চাইলে  শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ঘটনাটি শুনার পরে আমি লাশ দাফনের জন্য বলি এবং লাশ দাফন করা হয়েছে৷ তবে বিষয়টি দুঃখজনক ৷ এ বিষয়ে মৃত ব্যাক্তির স্বামীর ভাই মোঃ আঃ জব্বার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ লাশ দাফনে বাধা দেবার অভিযোগে অভিযুক্ত দর্পনারায়ন পুর এলাকার হাবিবের কাছে এবিষয়ে জানতে চাইলে হাবিব জানায়, জায়েদ ভাইয়ের মা আমার টাকার বিষয়টি জানত৷ তিনি মারা যাওয়ায় আমি তাদের কাছে টাকা চাইতে গিয়েছিলাম৷ এখানে লাশ দাফনে বাধা এবং মারা মারির বিষয়টি সত্য নয়৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়