শিরোনাম
◈ সিরিজ জয়ের দাবিদার আফগানিস্তান, বিকালে প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি শান্তবাহিনী ◈ ইসরায়েলের হামলায় সব শেষ, তবুও বিশ্বকাপ খেলতে চায় ফিলিস্তিন ◈ আবার ফিরছে আফ্রো-এশিয়া কাপ ক্রিকেট ◈ ভারতের ঘুমন্ত দৈত্য জেগে উঠেছে, ঝাপিয়ে পড়বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে: হ্যাজেলউড ◈ ভারতের প্রতি একাডেমিতে নিউজিল্যান্ডের প্যাটেলের মতো স্পিনার আছে: কাইফ ◈ ক্যালিফোর্নিয়ায় জিতলেন কমলা, কমালেন ট্রাম্পের সঙ্গে ব্যবধান ◈ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : কে জিতছেন, কেন জিতছেন ? ◈ ১১২টি আন্তঃনগর ট্রেনের মধ্যে সর্বোচ্চ আয় একতা এক্সপ্রেস ট্রেনের, সর্বনিম্ন করতোয়ার ◈ এখন পর্যন্ত কোন রাজ্যে কে এগিয়ে ? ◈ বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০২:১০ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের যুবক প্রেমের টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে

প্রেমের টানে সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামে এসেছেন মুস্তোফা ফাইক নামের তুরস্কের এক যুবক। এরপর তিনি ওই গ্রামের তরুণী মল্লিকাকে বিয়েও করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এই হেমন্তের শান্ত আবহাওয়া, কার্তিকের পলিমাটির উপর সবুজের বিস্তৃর্ণ ফসলের সবুজ মাঠ তাকে মুগ্ধ করেছে। তাইতো খুব সাচ্ছন্দ ও মুগ্ধতা নিয়ে তুরস্কের এই যুবক তার সঙ্গীনির হাত ধরে গ্রামের মেঠো পথ ও মাঠ প্রান্তর ঘুরে বেড়াচ্ছেন।

মল্লিকা জানায়, ইনস্ট্রাগ্রামে ৩ বছর আগে তার সাথে পরিচয়। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর প্রেমিকার সাথে দেখা করতে ছুটে আসেন এই মফস্বল পল্লীতে। এরপর দুই পরিবারের সম্মতিতে মুস্তোফা ফাইক মল্লিকাকে বিয়ে করেন।

মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে। ৩ বছর আগে ইনস্ট্রাগ্রামে তার ছবি পোস্ট করেন। সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় ভাবের আদান প্রদান। তারপর শুরু হয় প্রেম। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত শনিবার (২ নভেম্বর)  বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। অবশেষে গত সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভিসা প্রসেসিং শেষ হলে তুরস্কে পাড়ি দিবেন এই নব দম্পতি। 

মুস্তফা ফাইক জানান, বাংলাদেশে এসেছেন প্রেমের টানে। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। সেই সাথে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক। 

এদিকে মল্লিকা তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে।  

মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন।  

অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে দলে দলে ভীড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে।  এলাকার সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়