শিরোনাম
◈ ট্রাম্প তার বিজয় বক্তৃতায় কী বলেছেন? গুরুত্বপূর্ণ কিছু অংশ ◈ ডোনাল্ড ট্রাম্পের বিজয়, যা বলছে চীন ◈ ‘বন্ধু’ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদি  ◈ পুলিশের উপর এসিড নিক্ষেপ, যা বললেন সেনা কর্মকর্তা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে নির্বাচনে ফিলিস্তিনি–মার্কিন নারী যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন ◈ বিদেশি ‘নাগরিকত্ব’ নিয়ে যাঁরা মন্ত্রী-এমপি হয়েছেন ◈ এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ এর আগে কখনোই দেখেনি : বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প (ভিডিও) ◈ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আমির হোসেন আমু গ্রেফতার ◈ শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে : ছেলের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তাপসের মা ◈ সারাদেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ২৩ মামলার আসামি  গ্রেপ্তার 

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ মাদক মামলার আসামি মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে (৪৫) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  ডিজে মাহফুজ দক্ষিণ কামার গ্রামের মৃত গঞ্জর আলী শেখের ছেলে। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ডিএনসির সদস্যরা। পরে বিকেলে মাহফুজকে আদালতে পাঠানো হয়েছে।  

তার বিরুদ্ধে ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।  

মামলা ও অভিযান সূত্রে জানা যায়, মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজ চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামে ডিজে মাহফুজের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে আসামি পালানোর সময় তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় এ পর্যন্ত ২৩টি মাদক মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়