শিরোনাম
◈ নির্বাচনের প্রক্রিয়া শুরু, নড়েচড়ে বসছেন রাজনীতিবিদরা ◈ চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, কিন্তু এটা অসম্ভব নয় : হেলেন লাফেভ ◈ আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে ◈ ‘পলাতক’ ১৪১৬ ইউপি চেয়ারম্যান, যে নির্দেশ দিয়েছে সরকার ◈ নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনা নিজে টেলিফোন করেছিলেন, ১২ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল: নুর ◈ নির্বাচন ব্যবস্থা সংস্কার: রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রয়োজন নেই: বদিউল আলম ◈ মোহাম্মদপুরে ‘প্রকাশ্যে জবাই’ শিরোনামে ভাইরাল ভিডিওটির সম্পর্কে যা বললেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ◈ বিসিএস পরীক্ষায় চারবার অংশগ্রহণ করা যাবে: জনপ্রশাসন মন্ত্রণালয়  ◈ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী গ্রেপ্তার ◈ ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির ৪ নেতা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৫:০১ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে আগুনে পুড়ে ছাই ৮ টি দোকান কোটি টাকার ক্ষতি

মো: মশিউর রহমান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে আগুনে পুড়ে ৮  টি দোকান ভূষ্মিভুত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) গভির রাতে উপজেলার গাওখালী বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, গাওখালী বাজারে মো: রফিকুল ইমলামের হার্ডওয়ারে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ ১ ঘন্টা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাজিরপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া ৮ টি দোকানের মধ্যে দুইটিতে’ই বেশি ক্ষতিগ্রস্থ হয়, হার্ডওয়ারের দোকানে প্রায় ৩৫, অপরটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, স্টেশনারী ও ফটোকপি দোকানে ২০ লক্ষসহ মোট প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এসময় ঘর মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতি পূরনের দাবি জানান।

সকালেই ঘটনা স্থান পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার। এদিকে ঘনটাস্থল পরিদর্শন করে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়ানোর আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়