সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার শাহিন এগ্রো ফার্ম থেকে চুরি হওয়া ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ছোট-বড় ১১টি গরু পাবনা থেকে উদ্ধার করেছে কোতয়ালি থানা-পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়।
শাহিন এগ্রো ফার্মের মালিক সাইফুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর রাতে ফার্মের কর্মচারী ইউনুস মন্ডল গাভীসহ ছোট-বড় ১১টি গরু চুরি করে পালিয়ে যায়। পরদিন কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়।
ফরিদপুর কোতয়ালি থানা-পুলিশ পাবনা জেলার সাথিয়া উপজেলার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে বুধবার বিকেলে নিয়ে আসে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা গরুগুলো আদালতের মাধ্যমে ফার্মের মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :