শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ ইনিংস ও ২৭৩ রাানে হেরে গেলো ◈ ডিজেল-কেরোসিনের দাম কমাল সরকার ◈ শনিবার খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার  ঘোষণা ◈ সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত জানাল সরকার ◈ ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার ◈ ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত,  ৬ লাখ টাকার পুরস্কার পেলেন যিনি ◈ জাতীয় পার্টির কার্যালয়ে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ এবার জাতীয় পার্টিকে উৎখাতের ঘোষণা হাসনাত আব্দুল্লাহ ◈ স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৫২ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগের নামে ফিরল ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে আগের নামে ফিরল 'ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) প্রজ্ঞাপনটি জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে, ফরিদপুরসহ দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে একটি, তার মেয়ে শেখ হাসিনার নামে দুইটি মেডিকেল কলেজের নাম ছিল। সেগুলো এখন নিজ নিজ জেলার নামে মেডিকেল কলেজ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ সূত্র জানায়, ১৯৯২ সালে ফরিদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমে হাসপাতালের একটি অংশে কার্যক্রম শুরু হয় এবং পরে শহরের জেলখানার অপরদিকে অবস্থিত ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল’ (ম্যাটস) এর ভবনে কার্যক্রম স্থানান্তরিত করা হয়। ২০১৭ সালের ১৫ জুন মেডিকেল কলেজের সব কার্যক্রম শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত নতুন এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। বর্তমানে নতুন স্থায়ী ক্যাম্পাসে কলেজ কার্যক্রম চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়