শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ ইনিংস ও ২৭৩ রাানে হেরে গেলো ◈ ডিজেল-কেরোসিনের দাম কমাল সরকার ◈ শনিবার খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার  ঘোষণা ◈ সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত জানাল সরকার ◈ ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার ◈ ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত,  ৬ লাখ টাকার পুরস্কার পেলেন যিনি ◈ জাতীয় পার্টির কার্যালয়ে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ এবার জাতীয় পার্টিকে উৎখাতের ঘোষণা হাসনাত আব্দুল্লাহ ◈ স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা চত্ত্বরে জব্দকৃত ওই নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়া হয়। 

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকায় মধুমতি নদী থেকে ২০০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। এসময় সেখানে কোনো মৎস্য শিকারীকে পাওয়া যাইনি। জব্দ করা জাল পরদিন সকালে উপজেলার চত্ত্বরে পুড়িয়ে  দেওয়া হয়।  ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা, ওসি হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার ওহিদুজ্জামান প্রমুখ।  উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুম চলাকালীন সময়ে উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে ২০০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়