শিরোনাম
◈ নির্বাচনের প্রক্রিয়া শুরু, নড়েচড়ে বসছেন রাজনীতিবিদরা ◈ চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, কিন্তু এটা অসম্ভব নয় : হেলেন লাফেভ ◈ আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে ◈ ‘পলাতক’ ১৪১৬ ইউপি চেয়ারম্যান, যে নির্দেশ দিয়েছে সরকার ◈ নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনা নিজে টেলিফোন করেছিলেন, ১২ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল: নুর ◈ নির্বাচন ব্যবস্থা সংস্কার: রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রয়োজন নেই: বদিউল আলম ◈ মোহাম্মদপুরে ‘প্রকাশ্যে জবাই’ শিরোনামে ভাইরাল ভিডিওটির সম্পর্কে যা বললেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ◈ বিসিএস পরীক্ষায় চারবার অংশগ্রহণ করা যাবে: জনপ্রশাসন মন্ত্রণালয়  ◈ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী গ্রেপ্তার ◈ ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির ৪ নেতা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা চত্ত্বরে জব্দকৃত ওই নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়া হয়। 

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকায় মধুমতি নদী থেকে ২০০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। এসময় সেখানে কোনো মৎস্য শিকারীকে পাওয়া যাইনি। জব্দ করা জাল পরদিন সকালে উপজেলার চত্ত্বরে পুড়িয়ে  দেওয়া হয়।  ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা, ওসি হারুন অর রশিদ, সমাজসেবা অফিসার ওহিদুজ্জামান প্রমুখ।  উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুম চলাকালীন সময়ে উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে ২০০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়