শিরোনাম
◈ চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, কিন্তু এটা অসম্ভব নয় : হেলেন লাফেভ ◈ আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে ◈ ‘পলাতক’ ১৪১৬ ইউপি চেয়ারম্যান, যে নির্দেশ দিয়েছে সরকার ◈ নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনা নিজে টেলিফোন করেছিলেন, ১২ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল: নুর ◈ নির্বাচন ব্যবস্থা সংস্কার: রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রয়োজন নেই: বদিউল আলম ◈ মোহাম্মদপুরে ‘প্রকাশ্যে জবাই’ শিরোনামে ভাইরাল ভিডিওটির সম্পর্কে যা বললেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ◈ বিসিএস পরীক্ষায় চারবার অংশগ্রহণ করা যাবে: জনপ্রশাসন মন্ত্রণালয়  ◈ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী গ্রেপ্তার ◈ ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির ৪ নেতা ◈ ছাদ খোলা বাসে চড়ে বিমানবন্দর ছেড়েছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাদেবপুরে পিঁয়াজ ও ডিমের দাম বৃদ্ধি

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে পিঁয়াজ ও ডিমের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। গত ১ সপ্তাহে পিঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে এবং প্রতিটি ডিমের দাম ১ টাকা বেড়েছে। গতকাল বুধবার উপজেলা সদরের পিঁয়াজ বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায়।

১ সপ্তাহ আগে এ পিঁয়াজের দাম ছিল ১১৫ টাকা থেকে ১২০ টাকা। হঠাৎ পিঁয়াজের দাম বৃদ্ধির কোন কারণ খুজে পাচ্ছেন না ভোক্তারা। অন্যদিকে অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের কারণে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। গতকাল বুধবার বাজারে খোঁজ নিয়ে জানা গেছে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকায়। এক সপ্তাহ আগে এ ডিমের দাম ছিল ১৩ টাকা।

ডিমের এ অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা উৎপাদকদেরকে দায়ী করছেন। তারা বলছেন খামারে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় তাদেরকে বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। তবে উৎপাদকরা বলছেন, খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফার কারণে ভোক্তা পর্যায়ে ডিমের দাম বাড়ছে।

উপজেলার সর্ববৃহৎ ডিম উৎপাদনকারী মুরগীর খামার নাজিব পোল্ট্রী কমপ্লেক্সে গতকাল বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা বিক্রেতাদের কাছে ১২.৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে।  এ হিসেবে খুচরা বিক্রিতারা প্রতিটি ডিমে ৫০ পয়সা লাভ করলেও ১৩.৫০ টাকার মধ্যে ভোক্তারা ডিম পাওয়ার কথা। কিন্তু সেখানে ভোক্তাদেরকে কিনতে হচ্ছে ১৪ টাকায়। 

ব্যাপারে কনজুমারএ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, নিয়মিত বাজার তদারকি না করার কারণে ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়াচ্ছেন। এতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণের জন্য তিনি নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিমের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করাহচ্ছে। অযৌক্তিভাবে কেউ ডিমের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়