শিরোনাম
◈ ঢাকায় মানবাধিকার অফিস খুলতে দেওয়া যাবে না : হেফাজতে ইসলাম ◈ বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার ফায়দা নিতে পারে স্বার্থান্বেষী মহল : ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রীর ◈ নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি ◈ পাঁচ বছর ধরে প্রায় দিনই একটি ছেলে বাসার সামনে গোলাপফুল দিয়ে যায় : শাবনূর ◈ বদলে গেল ৬ সরকারি মেডিক্যাল কলেজের নাম. বঙ্গবন্ধু–হাসিনার নাম বাদ ◈ ড. ইউনূসকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন সজীব ওয়াজেদ জয় ◈ লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে ভােট চাইলেন ট্রাম্প ◈ জাবিতে শিবিরবিরোধী মিছিলকারীদের অভিনন্দন জানাল শিবির ◈ রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ◈ উত্তরায় ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাটের অভিযোগ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে আড়াই বছর আগের হামলার ঘটনায় ৮৬ জনের নামে মামলা

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আড়াই বছর আগের বিএনপি এক নেতার বাসায় হামলা -ভাংচুরের ঘটনায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সাংসদ মমতাজ বেগম সহ ৮৬জন কে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বাদী হয়ে মামলাটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) হরিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল।

এ ঘটনায় ঐদিন রাতেই চারজন কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবুল বাশার সবুজ, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনার রশীদ হারুন, আওয়ামীলীগ কর্মী নিত্য সরকার ও মতিয়ার রহমান (মতি)।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান।


হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক বয়ড়া গ্রামের বাস ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়