শিরোনাম
◈ লক্ষ্মীপুরে আ স ম রবকে সহযোগিতার নির্দেশ, বিএনপির তৃণমূলে ক্ষোভ ◈ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার থাকা উচিত : ছাত্রলীগ নেতা–কর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যুক্তরাষ্ট্র ◈ কুমিল্লায়  সরকারি জমি, কবরস্থান দখল করে সাবেক পিপি ও আ’লীগ নেতার এতিমখানা নির্মাণ! ◈ পত্রিকা পড়ে তো আমি শান্তর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না: বিসিবি সভাপতি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস ◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০৩:১৯ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা । বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ভালো দাম পাওয়ায় সবজি চায়ে আগ্রহ বেড়েছে কৃষকদের। মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি , বাঁধাকপি টমেটো , লাউ সহ হরেক রকমের সবজি । ইতোমধ্যে বাজারে আগাম জাতের বিভিন্ন শীত কালীন সবজি আসতে শুরু করায় সবজির বাজারের উত্তাপ অনেকটাই কমতে শুরু করেছে। 

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, সবজির আবাদ সফল করতে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। জেলায় শীতকালীন শাক- সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে । এ পর্যন্ত আবাদ হয়েছে ৭শ ২৫ হেক্টর জমিতে। সাম্প্রতিক বন্যায় সবজির আবাদ কিছুটা ব্যাহত হলেও জেলার বিস্তৃর্ণ কৃষি জমিতে এখন লাউ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক,পালংশাক, সিম, উচ্ছে করলাসহ নানা জাতের শাকসবজি আবাদে এখন ব্যস্ত সময় পার করছে জেলার কৃষকরা। বসতবাড়ির আঙ্গিনা সহ অনাবাদী ও পতিত জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। এতে জেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। 

চাষীরা কুদ্দুস মিয়া জানান, বাজারে লাউ, ঢেরস, মুলা, ফুলকপি ,বেগুন , লালশাক, পালংশাক সহ কিছু আগাম জাতের সবজি বাজারে আসতে শুরু করেছে । সপ্তাহ দুয়েকের মধ্যেই স্থানীয় ভাবে উৎিপাদিত নানা জাতের শাক সবজি বাজারে আসবে । তখন সবজির বাজার দর অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।

আরেক চাষী রহিছ মিয়া বলেন, এখন আমরা শীতকালীন সবজি চাষ করছি। আমার জমিতে লাউ, মূলা ও টমোটো চাষ করছি। শুরুতে গাছকে ফলনশীল করে তুলে অত্যাধিক পরিশ্রম করতে হয়। তবে বর্তমান বাজারে চাহিদার তুলনায় সবজি কম থাকায় বেশি হয়েছিল। বর্তমানে শীতকালীন সবজি ইতিমর্ধ্যে বাজারে আসতে শুরু করেছে। তাই বাজার দর অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে উৎপদিত সবজি বিক্রি করে আশানুরূপ লাভবান হবেন কৃষকরা। জেলায় সবজির বাৎসরিকউৎপাদন ২ লাখ ৬৪ হাজার ২১ মেঃ টন। জনসংখ্যা অনুপাতে মোট চাহিদা ৩ লাখ ৭ হাজার ৩৮৪ মেঃ মেঃ টন। সবজির আবাদ সফল হওয়ার জন্য কৃষকদের বীজ থেকে শুরু করে সার্বিক পরিচর্যার বিষয়টি মাঠ পর্যায়ে কাজ করছি আমরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়