মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারী ও তাদের গডফাদার। তারা ভারত থেকে অবৈধ
ভাবে পাথর ও কয়লাসহ অস্ত্র,মাদকদ্রব্য পাচাঁর করছে। আর সেই অবৈধ মালামাল পাচাঁর করতে গিয়ে এপর্যন্ত শতাধিক লোকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বালিয়াঘাট সীমান্তের লাকমা ও লালঘাট সীমান্ত দিয়ে প্রায় ২শ টন কয়লা ইঞ্জিনের নৌকায় বোঝাই করে পাচার করা হচ্ছিল। এ খবর জানতে পেরে বালিয়াঘাট ক্যাম্পে নায়েক সজীব টহলে থাকা সৈনিকদের নিয়ে লালঘাট বড় মসজিদের সমানে গিয়ে চোরাকারবারী হাবিবুর মিয়াকে কয়লা বোঝাই স্টিলবডি ইঞ্জিনের নৌকাসহ আটক করে।
আপনার মতামত লিখুন :