শিরোনাম
◈ একদিনে ৫ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, কোন বিশ্ববিদ্যালয়ে কে হলেন উপাচার্য ◈ রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার ◈ সাংবাদিকদের হয়রানিমূলক মামলার যেসব তথ্য চেয়েছে সরকার ◈ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার ◈ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ হচ্ছে, কিন্তু বিকল্প কী? ◈ ঢাকায় পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার, গুরুতর আহত ৩ (ভিডিও) ◈ বাংলাদেশের হিন্দুদের ভারতে নিতে চান না​ ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ◈ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৪৮ ◈ তসলিমা নাসরিনের দাবি সত্য নয়, জানাল প্রধান উপদেষ্টার প্রেসসচিব ◈ নবীরা বলে গেছেন, কিয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্যেই : ডোনাল্ড ট্রাম্প (ভিডিও)

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় আধা কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আরিফুজ্জামান চাকলাদা, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আধা কেজি গাঁজা’সহ আলামিন মোল্লা(২৯) ও আনিসুর রহমান ওরফে আরিফ বিশ্বাস(৩০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুরিয়া গ্রামে আলামিন এর বসত বাড়ি হইতে ৫০০ গ্রাম  গাজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলামিন মোল্লা পাকুরিয়া গ্রামে  আহাদ মোল্লার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি'র নির্দেশে থানা পুলিশের সঙ্গীয় ফোর্স’ নিয়ে পাকুরিয়া গ্রামে আলামিন মোল্লা (২৯) বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য জব্দ ও আসামিকে আটক করেন।তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারের পর  জিজ্ঞাসাবাদ কালে তার (আলামিন) স্বীকার উক্তিতে পার্শ্ববর্তী বোয়ালমারী থানাধীন তেলজুরি গ্রাম বাজারে হইতে মোফাজ্জল হোসেন ছেলে আনিসুর রহমান ওরফে আরিফ বিশ্বাস (৩৩) এর নিকট থেকে সাত হাজার টাকা দিয়ে আধা কেজি গাঁজা ক্রয় করে। তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে  আনিসুর রহমান ওরফে আরিফ বিশ্বাস(৩০)কে ঐ রাতে তিন ঘটিকার সময় বোয়ালমারী থানার তেলজুরি হতে গ্রেফতার করে।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা চলমান। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
 
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন,দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়