শিরোনাম
◈ ডেঙ্গুতে প্লাটিলেট বাড়াতে যে খাবার গুলো খাবেন ◈ সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ডিবি ◈ ফেরারির মতো ছুটছি, সামনে কোনো ভবিষ্যৎ নেই: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ◈ নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি ঘোষণা ◈ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বই বাতিল : মাধ্যমিকে ২০১২ সালের কারিকুলামে বই পাবে শিক্ষার্থীরা ◈ ঢাবি ‌ছাত্রলীগ নেতা রাকিব ও ঊর্মি গ্রেফতার ◈  দুটি করে জাতীয় পরিচয়পত্র সোয়া ৫ লাখেরও বেশি মানুষের, হাতের বদলে পায়ের আঙুলের ছাপ ◈ বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম ◈ প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে একসঙ্গে নববধূর ‘আত্মহত্যা’, চিরকুটে জানিয়ে গেছে শেষ ইচ্ছে ◈ এক মাসে পাঁচ জাহাজে আগুন, নাশকতা বলছেন কেউ কেউ

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় সাবেক এমপি সহ ২১ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার-১

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনায় পূর্বধলায় নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারকে হত্যার অভিযোগে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা মামলা হয়েছে। এছাড়াও আরো অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি দেখানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে পূর্বধলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত বিএনপি নেতা এরশাদ আলী খন্দকারের স্ত্রী সুফিয়া খাতুন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী খন্দকারকে দলীয় বিরোধের জেরধরে গত ২০১৮ সালের ২২ ডিসেম্বর বিকালে নরনায়নপুর গ্রামের রতন খন্দকারের বাড়ির সামনে আসামিরা বেধড়ক মারপিট করে হত্যা করে।

মামলার আসামিরা হলেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) (৭০), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন (৪৮), শফিকুল ইসলাম শফিক (৪৫), মাসুদ আলম টিপু (৫৫), কমল সরকার (৫০), হাসান (৫০), নূরুল আমিন (৫০), আব্দুল কুদ্দুছ বেপারী(৫৫), মো. খোকন মিয়া(৪৫), শাহজাহান কবীর (৪৪), ইসলাম উদ্দিন (৫৭), সাহজাত হোসেন সাজ্জাত (৫৯), জাহাঙ্গীর (৩৫), বেলায়েত হোসেন খান (৭০), মো. আল উছমান বেপারী (৬৯), মো. রফি বেপারী (৪০), রমজান (৪০), সজুত খান(৫০), লাল মিয়া (৫২), ফেরদৌস (৪০), উজ্জ্বল (৪০)।
এ মামলায় বেলায়েত হোসেন খান (৭০) নামের এক আওয়ামী লীগ নেতাকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত বেলায়েত উপজেলার ইয়ারন গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এই মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়