শিরোনাম
◈ বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম ◈ প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে একসঙ্গে নববধূর ‘আত্মহত্যা’, চিরকুটে জানিয়ে গেছে শেষ ইচ্ছে ◈ এক মাসে পাঁচ জাহাজে আগুন, নাশকতা বলছেন কেউ কেউ ◈ ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিল ইরান ◈ জানা গেল ২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় ◈ ইউএস-বাংলার উড়োজাহাজে মিললো প্রায় ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ ◈ ২৩ হাজার ৪০০ কোটি টাকা রেমিট্যান্স এলো ২৬ দিনে ◈ একদিনে ৫ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, কোন বিশ্ববিদ্যালয়ে কে হলেন উপাচার্য ◈ রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার ◈ সাংবাদিকদের হয়রানিমূলক মামলার যেসব তথ্য চেয়েছে সরকার

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাকসামে মাটিকাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

শাহাজাদা এমরান,কুমিল্লা : কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় প্রতিবেশীর সাথে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শহিদুল্লাহ সরু (৬০)। তিনি আমুদা গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। এ ঘটনায়
অভিযুক্ত প্রতিবেশি শহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত শহিদুল্লাহ সরু তার বাড়ির রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামতের কাজ করছিলেন। রোববার সকাল ১০ টার দিকে মাটি কাটা অবস্থায় শহিদ উল্লাহ নামের তার প্রতিবেশী এসে তার জমি থেকে মাটি কাটতে বাধা দেন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে প্রতিবেশী শহিদুল্লাহ তার ছেলে তাজুল ইসলামসহ বাড়ির লোকেদের ডেকে আনেন। এ সময় সংঘর্ষের একপর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে শহিদুল্লাহ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আমরা নিহত শহিদুল্লাহর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়