শিরোনাম
◈ হিন্দু সম্প্রদায় কী চাইছে, তারা এখন কেন রাস্তায়, সরকারের ওপর চাপ সৃষ্টিই লক্ষ্য? ◈ ‘রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রডাক্ট হলেও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না’ ◈ বিএনপির সাথে ৩টি বিষয় নিয়ে আলোচনা করেছি : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ছায়া এখনো ভর করছে ◈ ভারতে গ্রামীণ পরিবারের ৫৭ শতাংশ কৃষি কাজে যুক্ত ◈ ফ্যাসিবাদ মুক্তি আন্দোলনের কোনও একক মাস্টারমাইন্ড নেই: জামায়াত আমির ◈ ট্রাম্প অভিবাসীদের "ময়লার পাত্র " সঙ্গে তুলনা করলেন ◈ কিভাবে শেষ হবে মধ্যপ্রাচ্য সংঘাত? ◈ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল-মিটিং করলেই গ্রেফতার: আইজিপি ◈ এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ০৫:২০ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে বরেন্দ্র ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এএফএমমমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার ষ্টেশনে বরেন্দ্র ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে সাড়ে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার (২৬অক্টোবর)সকাল ১০ টার সময় সান্তাহার থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় বরেন্দ্র আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এতে করে সাড়ে ৩ ঘন্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

জানা যায়, বরেন্দ্র আন্তঃনগর ট্রেনটি সান্তাহার ষ্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর ইঞ্জিনটি নষ্ট হয়ে যায়। এ অবস্থায় সকাল ১০টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেনটি সান্তাহারে আটকা পড়লে ওই রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে সান্তাহার ষ্টেশন মাষ্টার খাতিজা খাতুন বলেন, ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ার খবর দিলে রেলওয়ে কর্তৃপক্ষ ঈশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটি দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহীর দিকে ছেড়ে যায়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়