শিরোনাম

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ০৫:২০ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে বরেন্দ্র ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এএফএমমমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার ষ্টেশনে বরেন্দ্র ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে সাড়ে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার (২৬অক্টোবর)সকাল ১০ টার সময় সান্তাহার থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় বরেন্দ্র আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এতে করে সাড়ে ৩ ঘন্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

জানা যায়, বরেন্দ্র আন্তঃনগর ট্রেনটি সান্তাহার ষ্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর ইঞ্জিনটি নষ্ট হয়ে যায়। এ অবস্থায় সকাল ১০টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেনটি সান্তাহারে আটকা পড়লে ওই রুটে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে সান্তাহার ষ্টেশন মাষ্টার খাতিজা খাতুন বলেন, ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ার খবর দিলে রেলওয়ে কর্তৃপক্ষ ঈশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটি দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহীর দিকে ছেড়ে যায়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়