শিরোনাম
◈ (২৬ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মানবাধিকার লঙ্ঘনকারী কাউকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না: জাতিসংঘকে সেনাপ্রধান ◈ থাইল্যান্ডে ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর সিদ্ধান্ত ◈ জবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এলো ◈ ১৫ কোটি টাকায় বিক্রি হচ্ছে এক কপি ‘দ্য লিটল প্রিন্স’ ◈ ক্রেস্টে শেখ হাসিনার নাম, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ◈ নিলামে উঠবে আওয়ামী এমপি-মন্ত্রীদের ১৮ বিলাসী গাড়ি ◈ এমপি হোস্টেলে ৫ই আগস্টের পর দুটি ভবন ছাড়া বাকি সব ভবন খালি ◈ ব্যাংকের ভেতরেই ব্যাগ কেটে গ্রাহকের পেনশনের লাখ টাকা চুরি (ভিডিও) ◈ ইউরোপের অর্ধেক মুসলিম বৈষম্যের মুখে, বর্ণবাদ উদ্বেগজনক বৃদ্ধি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে  শমসের আলী (৪৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। এ ঘটনায় রাজশাহীর পবা উপজেলার মাধবপুর গ্রামের তৈবুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক রাইসুর (১৬) নামে একজন আহত হয়েছে।

শুক্রবার বিকালে নাচোল বেনীপুর রোডে এই দূর্ঘটনা ঘটে। নিহত শমসের বেনীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফরিদ হোসেন  জনান, বিকালে বেনীপুর মোড়ে ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময়  অটো চালক শমসের ও মোটরসাইকেল চালক রাইসুর গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়  লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার করে আহতদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ওসি আরও জানান,  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অটোরিকশা চালক শমসের আলী মারা যায়। আর আহত রাইসুরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়