শিরোনাম

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাই-শ্বশুর আটক হলেন ভারতে পালানোর সময় 

ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়াসহ দুজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। আজ মঙ্গলবার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। 

ইমিগ্রেশন পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আটক করা হয় এবং পরে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। 

আটক সুকুমার বড়ুয়া ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং অপর ব্যক্তি প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য। তারা সম্পর্কে শ্বশুর-জামাই বলে জানা গেছে। 

এ বিষয়ে ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. খায়রুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রামের রাউজান উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং তার মেয়ের জামাই ভারতে যাওয়ার জন্য আখাউড়া ইমিগ্রেশনে আসেন। ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়