শিরোনাম

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ০২:৫৮ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় জেলা বিশেষ টাস্কফোর্সের পক্ষ থেকে পেঁয়াজের আড়তে অভিযানে পরিচালনা করা হয়েছে। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও বেপারীদের এই জরিমানা করা হয়। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সালথা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে পেঁয়াজের আড়তে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তর।

ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সালথার ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজের আড়তের মোল্লা ট্রেডার্সের মালিক মো. বাশার মোল্যাকে ৫ হাজার টাকা ও হোসেন ট্রেডার্সের মালিক মো. হোসেন শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিশেষ টাস্কফোর্সের অংশ হিসেবে পেঁয়াজের আড়ত রাবেয়া এন্টারপ্রাইজের মালিক মো. বাহাদুর বিশ্বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী ও বেপারীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইজাজুল হক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়