শিরোনাম

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ৩২৫ কেজি ওজনের কষ্টি পাথরের শিব লিঙ্গ উদ্ধার

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি শিব লিঙ্গ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলার হলুদঘর গ্রামের জনৈক মোস্তফা আকন্দের বাড়ির পাশের রাস্তার সংলগ্ন কষ্টি পাথরের শিব লিঙ্গ সাদৃশ্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে শিব লিঙ্গটি উদ্ধার করে। কষ্টি পাথর শিব লিঙ্গটি ৩২৫ কেজি ওজনের। যার মূল্য আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকার মতো। উদ্ধারের পর আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। শিব লিঙ্গ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়