শিরোনাম
◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ◈ বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব (ভিডিও) ◈ সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকছে নানান বিধি নিষেধ (ভিডিও) ◈ প্রবাসী সরকার গঠন নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সমন্বয়ক হাসনাত ◈ জীবন দিতে প্রস্তুত আছি, ফ্যাসিস্টদের উত্থান সহ্য করা হবে না: বিক্ষোভ কর্মসূচিতে সারজিস ◈ ১ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪, ১২:৪৬ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর মাষ্টারপাড়ায় এক যুগ পর বিচ্ছিন্ন হলো অবৈধ সংযোগ

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ফেনী শহরের ভিআইপি এলাকা খ্যাত মাষ্টারপাড়ায় প্রায় এক যুগ পর অভিযান চালিয়েছে বাখরাবাদ কর্তৃপক্ষ। এসময় অবৈধভাবে জ্বালানো ৪২ চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ৮ লক্ষাধিক টাকা বকেয়া আদায় করা হয় জানায়, সোমবার বাখরাবাদের ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী বাপ্পী শাহরিয়ার অভিযানে বের হন। 

মাষ্টারপাড়ার সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়ির আশপাশের বাসাবাড়িতে হানা দেয় বাখরাবাদ কর্তৃপক্ষ। এসময় বিল বকেয়া থাকায় একটি সংযোগ, অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহার করায় ৬টি সংযোগে ২২ চুলা এবং অবৈধভাবে ৪টি সংযোগে ২০ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে ৭ লাখ ৮৯ হাজার ৯২ টাকা বকেয়া বিল ব্যাংকের মাধ্যমে আদায় করা হয়। 

অভিযানে বাখরাবাদের কুমিল্লা কার্যালয়ের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মাহবুব আলম সিদ্দিকী, উপ-মহাব্যবস্থাপক মো: শহিদুল ইসলাম, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক প্রকৌশলী মো: আক্তারুজ্জামান, ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক (রাজস্ব) আবদুর রাজ্জাক, উপ-ব্যবস্থাপক মো: মিলন হোসেন ও আবিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো: ছালেহ আহাম্মদ, সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। 

প্রকৌশলী মোহাম্মাদ বাপ্পী শাহরিয়ার জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদ কর্তৃপক্ষের নির্দেশনায় বিশেষ অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়