শিরোনাম
◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা ◈ হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ◈ ২০২৬ সালের মধ্যেই দেশের প্রথম পাতাল রেল চালু করতে চায় কর্তৃপক্ষ (ভিডিও) ◈ জাতীয় মসজিদের নতুন খতিবকে নিয়ে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য ভাইরাল ◈ শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ এতো দাম দেখে অবচেতনমনেই বলে ফেলি আগেই ভালো ছিলাম : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর পুলিশের ৩ কর্মকর্তা গ্রেপ্তার ◈ নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা আপনাদের বিভ্রান্ত করবে: সারজিস ◈ আন্দোলনে নিহতের শিক্ষার্থীর পরিবারের অনুদানের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১ ◈ খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ১১:০৬ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

খুলনার পাইকগাছায় মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরও তিনজন। আজ শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিমপাড়া জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফজর আলী গাজী (৫৫)। তাঁর বাড়ি শ্যামনগর পশ্চিমপাড়া গ্রামে। আহত ব্যক্তিরা হলেন ফজর আলীর জামাতা শাহীন (৪০), স্থানীয় মোস্তফা গাজী (৪৫) ও তাঁর ছেলে বুলবুল গাজী (২২)। তাঁরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শ্যামনগর পশ্চিমপাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি একটি ছাগল দান করেন। আজ জুমার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দান করা ছাগলটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। ছাগলটি কিনতে নগদ টাকা লাগবে—মসজিদ কমিটি এমন ঘোষণা দিলে তা নিয়ে উপস্থিত ক্রেতাদের কেউ কেউ নগদ টাকার পক্ষে, আবার কেউ কেউ নগদ টাকার বিপক্ষে যুক্তি দেখান। এটা নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় গুরুতর আহত হন ফজর আলী গাজীসহ চারজন। পরে তাঁদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফজর আলীকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কান্তি দাশ বলেন, মারধরের ঘটনায় ফজর আলী গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়