শিরোনাম
◈ বিশ্বে ১.১ বিলিয়ন মানুষ তীব্র দারিদ্র্যে, ক্ষুধায় দিনে মৃত্যু ২১ হাজার  ◈ যুবদল নেতা শামীম হত্যা: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন কারাগারে ◈ রাজনীতি করেছে বলে এরা খুনি?  ◈ পরিবার ব্যবস্থাপনা, এটা পশ্চিমাদের কাছে স্বপ্নের মতো: শায়খ আহমাদুল্লাহ ◈ হজযাত্রায় সমুদ্রপথে সৌদি আরব যেতে কতদিন সময় লাগবে?  সুবিধা এবং অসুবিধা সমূহ ◈ ধর্ষণের শিকার ৯ বছর বয়সী শিশুটির অবস্থা ভয়াবহ ◈ ভারতের ভিসা নীতি কি সরকারের জন্য ‘কূটনৈতিক চাপ’? ◈ আমার দেশ পত্রিকা কবে বাজারে আসছে, জানালেন মাহমুদুর রহমান ◈ বাংলাদেশে বর্তমানে ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দরিদ্র: জাতিসংঘ ◈ দেশে ফিরতে সাকিব আমাকে ফোন দিয়েছিল: আসিফ নজরুল

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ০৪:১১ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার গ্রেফতার

বরুন কুমুার বাড়ৈ, আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় হত্যা মামলার আসামী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে গতকাল শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা বিএনপির নেতা কবির হোসেনকে বাইপাস সড়কে বসে কথিত ক্রসফায়ায় দিয়ে ২১ ফেব্রæয়ারী হত্যা করা হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকারের কারনে মামলা করতে পারেনি। ওই ঘটনার ১০ বছর পর নিহত বিএনপি নেতা কবির হোসেনের ছেলে উপজেলার গৈলা
ইউনিয়নের নগর বাড়ি গ্রামের আশিকুর রহমান আসিফ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে বরিশাল আদালতে ৮ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন (আগৈলঝাড়া থানায় মামলা নং-৬)। 

ওই মামলার আসামী আগৈলঝাড়া উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারকে বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল সরদার
গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ফিরোজ শিকদারকে গতকাল শুক্রবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়ার ওসি(তদন্ত) সুশংকর বলেন, ফিরোজ শিকদারকে ২০১৫ সালের একটি হত্যা মামলায় গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়