শিরোনাম
◈ আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ পেতে পারেন ব্যালন ডি’অর: মেসি ◈ ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সম্ভাবনা ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু ◈ হুন্ডিতে বিপুল ডলার নিয়ে যাচ্ছেন আওয়ামী নেতারা ◈ ফাইল গায়েব হয়ে যাচ্ছে সংসদ থেকে ! ◈ সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা ◈ সাকিবকে দেশে ফিরতে নিষেধ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ◈ জার্মান টমাস টুখেল ইংল্যান্ডের নতুন কোচ ◈ ভয়ানক ভুল করেছে ভারত: জাস্টিন ট্রুডো ◈ সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ১১:৩০ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ঋণ দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নিয়ে উধাও এনজিও

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরে মাত্র ১০ হাজার টাকা জমা দিলেই সহজ শর্তে ঋণ পাবেন এক লাখ টাকা আর তা পরিশোধ করতে পারবেন দুই বছর ধরে। এমন নানা স্কিমে প্রলোভন দেখিয়ে কয়েক শত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে প্রত্যাশা সমাজ কল্যান সংস্থা নামের একটি এনজিও।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঋণ দেওয়ার কথা থাকলেও মঙ্গলবার দুপুরের পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসের বড় পদের কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তিরা গোপনে চলে গেলেও নিচু পদের দুই কর্মীকে আটকে রাখে গ্রাহকরা৷ খবর পেয়ে মঙ্গলবার রাতেই তাদের উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মাত্র এক মাস আগে ফরিদপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের রঘুনন্দনপুরে ফরিদপুর হাউসিং স্টেটে ছায়াবীথি-মমতা ভবনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে "প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা" নামে একটি বেসরকারি সংস্থা(এনজিও) পরিচয়ে কার্যক্রম শুরু করে। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ১০০ টাকার বিনিময়ে সদস্য সংগ্রহ করে। এ সময় তারা ৫০০০ টাকা জমা দিলে এক লাখ টাকা ঋণ প্রদান এবং তা দুই বছরে পরিশোধ করার সুযোগ প্রদানসহ নানা প্রলোভন দেখায়।

তাদের চটকদার প্রলোভনে পড়ে অনেকেই বিশ্বাস করে টাকা জমা দেন। গত এক মাস ধরে তারা হাভেলি গোপালপুর, গোয়ালচামচ, রঘুনন্দনপুর সহ বিভিন্ন স্থানে সমিতি গঠন করে ঋণ প্রদানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। বৃহস্পতিবার তাদের ঋণ দেবার কথা জানান। কিন্তু তার দুদিন আগে মঙ্গলবার দুপুরেই অফিস ফেলে পালিয়ে যায় তারা।

ঋণ পাবার আশায় অনেকেই ধার দেনা করেও টাকা দিয়েছেন। কিন্তু টাকা নিয়ে চম্পট দেওয়ায় এখন বিপাকে পড়েছে ওই সমস্ত পরিবার। এ ঘটনায় তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।

আটকে রাখা দুই কর্মচারী জানান, বড় পদের কর্মকর্তারা পালিয়ে যাওয়ার পরে নিম্ন পদস্থ দুই কর্মচারীকে আটকে রাখা হয়। তারাও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দ্বারা প্রতারিত। নানা প্রলোভনে তাদেরকে চাকরি দিয়েও হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। তারা টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত নয় বলে দাবি করছেন। ওই প্রতিষ্ঠানটির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন নম্বর ২৭৪/১৯৯৮ইং লেখা থাকলেও সেটি কোন প্রতিষ্ঠান থেকে নেওয়া সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই।

ভুক্তভোগী কামরুন্নাহার রোজি জানান, প্রতারক চক্র আগামী বৃহস্পতিবার ঋন দেবার কথা বলে লোন দেবার কথা বলে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এবিষয়ে মঙ্গলবার বিকেলে তিন জনের নাম উল্লেখসহ বেশ কয়েক জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। এছাড়াও ঋণ গ্রহণ বাবদ অগ্রিম ১০ শতাংশ টাকা গ্রহণ করে। এদের মধ্যে আফরোজা বেগমের ৩০ জাজার ৬শ টাকা, নুরুন্নাহারের নিকট থেকে ২০ হাজার ৬শ টাকা, রুবিনা বেগম কে ৭ লাখ টাকা ঋন দেবার কথা বলে ৭০ হাজারসহ সমিতির অন্যান্য সদস্য কাছ থেকে বহু টাকা আত্মসাৎ করে এই চক্রটি। প্রত্যাশা সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মো. বাবুল আকতার, ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র মাঠ কর্মী ফেরদৌস আরাসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারী এই প্রতারনার সাথে জড়িত বলে থানায় অভিযোগ করা হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ জানান, খবর পেয়ে মঙ্গলবার রাত আটটার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপস্থিত পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়