শিরোনাম
◈ ইউপি চেয়ারম্যানরা পূর্ণ করতে চান মেয়াদ  ◈ আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আইনজীবীকে মারধর (ভিডিও) ◈ বিদেশ যেতে বাধা, গ্রেফতার তৃণমূল বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী (ভিডিও) ◈ ৫ দিন ঈদুল ফিতরে, ৬ দিন ঈদুল আজহায়, ২ দিন ছুটি দুর্গাপূজায় ◈ স্বর্ণের দাম সর্বকালের সকল রেকর্ড ভাঙল ◈ ভারতের আদালত বৈধতা দিল বাংলাদেশি অভিবাসীদের  ◈ আ. লীগের যেসব সাবেক মন্ত্রী ও নেতাদের ব্যাংক হিসাব জব্দ ◈ আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ পেতে পারেন ব্যালন ডি’অর: মেসি ◈ ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সম্ভাবনা ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ১১:১৮ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম ইয়াবাসহ আটক


জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শিলবুনিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। বুধবার (১৬ অক্টোবর) বিকালের দিকে ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। 

র‌্যাব-১৫ সুত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিলবুনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল আলম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সকলের সামনে ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থাকা ৩ হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 

আটককৃত আসামী হল, টেকনাফ পৌরসভার কলেজ পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে আশরাফুল আলম (১৯)। সেই টেকনাফ পৌরসভার ৬ নং ওয়ার্ডের  ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক আসামি ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়