শিরোনাম
◈ পোশাক খাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে,অস্থিরতা নেই ◈ জাতীয় ৮ দিবস বাতিল : রিসেট বাটন চেপে আমাদের দাবায়া রাখতে পারবা না : আওয়ামী লীগের বিবৃতি ◈ আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে: হাসনাত আবদুল্লাহ ◈ সমর্থকদের জড়ো করে ফিল্মি স্টাইলে পালিয়ে গেলেন যুবলীগ নেতা সাহাব উদ্দিন ◈ যে কারনে ‘অগ্নিকন্যা’র খেতাব  পেয়েছিলেন মতিয়া চৌধুরী ◈ বেঙ্গালুরুগামী বিমান বোমা হামলার হুমকিতে গেল দিল্লিতে ◈ পরিচয় নিশ্চিত হতে তোলা হলো বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আর নেই ◈ ইসরায়েলের নতুন পরিকল্পনা প্রকাশ, পাল্টা হামলা চালাবে ইরানে   ◈ দাবি আদায়ে ফের উত্তপ্ত সচিবালয়, ৫দফা প্রস্তাবনা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৪, ০৩:০৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৩ মানব পাচারকারী আটক,  ২৩ জন উদ্ধার

জিয়াবুল হক, টেকনাফ :  বুধবার (১৬ অক্টোবর) গভীর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস দল টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ২০ ভিকটিমকে উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে এক নারী দালালসহ তিন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত ২০ ভিকটিমের মধ্যে ৮ জন বাংলাদেশি ১২ জন রোহিঙ্গা নর-নারী।

আটককৃত তিন দালাল হচ্ছে- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার আব্দুল্লাহ, হৃদুয়ান ও টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নুনা বেগম।


মানব পাচারে জড়িত আটক নারী দালাল নুনা বেগম বলেন, টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার হাফেজুর রহমানের পুত্র চিহ্নিত মানব পাচারকারী সাইফুল ও একই এলাকার ইসমাইল নামে দুই যুবক অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ২০ মালয়েশিয়াগামীকে তার বসতবাড়িতে রাখার জন্য চাপ সৃষ্টি করে এবং জন প্রতি ৫০০ টাকা দিবে বলে অঙ্গীকার করেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন। তিনি বলেন, মানব পাচারকারী দালালরা ফের সক্রিয় হয়ে উঠেছে। তারা রোহিঙ্গা নর-নারী ও হতদরিদ্র যুবকদের টার্গেট করে কম টাকার বিনিময়ে ফিশিং ট্রলারের মাধ্যমে আন্তর্জাতিক মানব পাচারকারীদের সহায়তায় জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া পাড়ি দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে।

ঠিক একই নিয়মে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাঠানোর অপচেষ্টা করছে। এরপর উক্ত সংবাদের ভিত্তিতে ঐ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০ জন ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি জড়িত তিন দালালকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ও পলাতক থাকা মানব পাচারকার চক্রের বিরুদ্ধে, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর আটককৃত দালালদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়