ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলায় মাদক দ্রব্য ১ কেজি গাঁজাসহ মোঃ পারভেজ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিভি পুলিশ। সোমবার রাতে ভোলা পৌর শহরের ওয়াস্টার্ণ পাড়া ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৯৪০ টাকা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত পারভেজ ৬নং ওয়ার্ড জামিরালতা এলাকার মোঃ কবির হোসেন মহুরীর ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান বিষয়টি নিশ্চত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়েষ্টার্ন পাড়া ৫ নং ওয়ার্ডের হাসমুতুল্লাহ জামে মসজিদের মাঠের মধ্যে ফাঁকা জায়গা অভিযান চালিয়ে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালত সোর্পদ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :