শাহাজাদা এমরান,কুমিল্লা : ১৭ বছর ধারাবাহিকভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি । এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মারা বসে আছে এদেরকে সরিয়ে দিতে হবে। ১৩ অক্টোবর কুমিল্লা শিল্পকলা একাডেমীতে কুমিল্লা মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় এ কথা বলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিক সেলিম রুবেল।
একই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন ৫ আগষ্ট আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার ক্ষেত্রে ছাত্রদলের ভূমিকা ছিল। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে রাজপথে নেমে অংশগ্রহণ করেছি। কুমিল্লা মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের বলছি ছাত্রদলে ছাত্রদের যোগদান করিয়ে ছাত্রদলকে সুসংগঠিত করুন। নতুন নেতৃত্ব তৈরি করুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন পারভেজ, মহানগর
ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু ।
আপনার মতামত লিখুন :