শিরোনাম
◈ হারিয়ে যাওয়া ৫৩ টি মোবাইল উদ্ধার করে  মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি ◈ নবম শ্রেণীর পাঠ্যবই ’মেয়ে’ গল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ও যে তথ্য দিলেন আসিফ মাহতাব (ভিডিও) ◈ আমি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানি না: আসাদুজ্জামান ফুয়াদ (ভিডিও) ◈ যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো, প্রশ্ন আন্দালিব রহমান পার্থের (ভিডিও) ◈ নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল ◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৮:২৬ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের সাথে ঝগড়া করে যুবকের  বিষ পানে মৃত্যু 

আবু নাসের, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিষ পানে রাসেল মোল্লা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত রাসেল মোল্লা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গলিয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল তার মা চম্পা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে গত শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে। পরে তাকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৩ অক্টোবর) হাসপাতাল হতে বাড়িতে নিয়ে আসে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে রাসেলের মৃত্যু হয়। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়