শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার কথা বলে দালালরা ইনানী সৈকতে ফেলে গেল !

আটক রোহিঙ্গারা কোস্টগার্ড স্টেশনে হেফাজতে রয়েছে

কক্সবাজার প্রতিনিধি : মাছ ধরার ট্রলারে শতাধিক রোহিঙ্গাকে বঙ্গোপসাগরে ১০ দিন ঘুরিয়ে মালেয়শিয়া পৌছেঁছে জানিয়ে কক্সবাজারের ইনানী সৈকতে নামিয়ে পালিয়ে গেছে একটি দালাল চক্র। সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ জন রোহিঙ্গাকে আটক করার পর এ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিক প্রায় শতাধিক রোহিঙ্গাকে সৈকতের বালিয়াড়ি পেরিয়ে তারা লোকালয়ে ঢুকতে দেখে। ওই সময় কোস্টগার্ডকে খবর দেয় স্থানীয়রা। কিন্তু তাৎক্ষণিক কোন কার্যক্রম পরিচালনা করা হয়নি। এই সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায়।

পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ইনানী সৈকতে অবস্থানরত ২৬ জনকে আটক করে, যারা বর্তমানে কোস্টগার্ড স্টেশনে হেফাজতে রয়েছে।

আটক রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নং ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) বলেন, ‘আমরা মালেয়শিয়া যেতে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মিয়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাধা দেয়। এ সময় মাঝি বোট ঘুরিয়ে এদিকে চলে আসে এবং আমরা সাগরে ১০ দিন ছিলাম। পরে মালয়েশিয়া চলে এসেছি বলে আমাদের এখানে নামিয়ে দেয় দালালরা।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, দালালদের চিহ্নিত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়