শিরোনাম
◈ ২২ দিনের নিষেধাজ্ঞা নদী ও সাগরে মাছ শিকারে  ◈ "ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে আ.লীগ" ◈ ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে যেভাবে  ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ঢুকবে না: হাসনাত ◈ অতীতের সুনাম, ঐতিহ্য ও গৌরব ফেরাতে নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে ছাত্রদল ◈ দেশে ডলার সরবরাহে সংকট ও দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে ◈ অন্তর্বর্তী সরকারকে অব্যাহত অর্থনৈতিক–রাজনৈতিক সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের ◈ আগামীর রাজনীতি কেমন হবে ? ◈ সমুদ্রপথে হাজী পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কমবে : ধর্ম উপদেষ্টা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪, ১১:৫৯ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে বিষ মি‌শ্রিত পা‌নি খে‌য়ে ৮ মাদ্রাসা শিক্ষার্থী হাসপাতা‌লে

কল্যান বড়ুয়া,বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার বৈলছ‌ড়ি ইউ‌নিয়‌নের পুর্ব চেচু‌রিয়া খদুল্যাপাড়া অদু‌দিয়া ফোরকা‌নিয়া হা‌ফে‌জিয়া মাদ্রাসার ৮‌ শিক্ষার্থী বিষ‌মি‌শ্রিত পা‌নি খে‌য়ে অসুস্থ হওয়ায় তাদেরকে বাঁশখালী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। শুক্রবার রাত ১০টায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থী‌দের অ‌ভিভাবক ,স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও থানা পু‌লি‌শের উপ‌স্থি‌তি‌তে তা‌দের চি‌কিৎসা সেবা চল‌ছে । পুর্ব চেচু‌রিয়া খদুল্যাপাড়া অদু‌দিয়া ফোরকা‌নিয়া হা‌ফে‌জিয়া মাদ্রাসার প‌রিচালক সাআদ আরাফাত জানান, শুক্রবার সন্ধায় মাদ্রাসার ছাত্ররা ভূল বশত বি‌ষের বোতল মাদ্রাসার পা‌নির ড্রা‌মে ঢেলে দেয়। সে পা‌নি খে‌য়ে ছাত্ররা অসুস্থ হ‌লে তা‌দের হাসপাতা‌লে নি‌য়ে আসা হয় । 

বিষ‌মি‌শ্রিত পা‌নি খাওয়া মোঃ মুনতা‌কিম (৮),মো,হোছন (১২), তাহরীব হো‌সেন (১০), শা‌হেদুল ইসলাম (১১), মে‌হেরাজ (১২), সাইদুল ইসলাম (১২), আবদুল্লাহ আল মামুন(১৩), আয়াত হো‌সেন (৯)কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে । এ ঘটনা ছ‌ড়ি‌য়ে পড়‌লে শিক্ষার্থী‌দের অ‌ভিভাব‌কেরা হাসপাতা‌লে এ‌সে ভিড় জমায় । 

রাত ১০টায় এ রি‌পোর্ট লেখা বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক ( তদন্ত ) শুধাংশু শেখর হাওলাদার সঙ্গীয় ফোর্স সহ হাসপাতা‌লে উপ‌স্থিত হ‌য়ে বিষ‌মি‌শ্রিত পা‌নি খাওয়া ছাত্রদের বিস্তা‌রিত তথ্য সংগ্রহ করে । এ সময় অ‌ভিভাবক‌দের সা‌থে বৈলছ‌ড়ি ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান ইব্রা‌হিম বিন খ‌লিল, ইউ‌পি সদস্য আবদুল আলীম সহ ছাত্রদের আত্নীয় স্বজন উপস্থিত ছিল । অসুস্থ ছাত্রদের অ‌ভিভাবক সরওয়ার ব‌লেন, ভুল বশত মাদ্রাসার পা‌শে পাওয়া বি‌ষের বোতল ড্রা‌মের পা‌নি‌তে ঢে‌লে দি‌য়ে এ ঘটনা ঘ‌টে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়