শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৪, ০১:৩৪ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপূজার ছুটিতে আখাউড়া স্থলবন্দরে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার, ৯ অক্টোবর) স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করে।

এজন্য আগামীকাল (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) থেকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, 'দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বন্দরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষকেও বিষয়টি চিঠি দিয়ে অবগত করা হয়েছে। ছুটি শেষে আগামী ১৪ অক্টোবর থেকে যথারীতি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চলবে।'

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার বরফায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, তুলা ও ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়। রপ্তানিকৃত এসব পণ্য দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়