শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৪, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রেফতার

আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিককে নারায়নগঞ্জের কাঞ্চনব্রীজ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ( ৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য সুনামগঞ্জ থেকে পুলিশ পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান পিপিএম জানান, সুনামগঞ্জে গেল চার আগস্টে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর দায়ের করা মামলার আসামী হিসেবে মুহিবুর রহমান মানিক কে রাজধানীর ভাটারা এলাকা থেকে র‍্যাব, এর একটি দল গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে রেখেছে। তাকে সুনামগঞ্জে এনে আদালতে সোপর্দ করার জন্য পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

গত চার আগস্টে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় করা ৯৯ জন আসামীর মধ্যে মানিক ৩ নম্বর আসামী। এই মামলার অজ্ঞাত আসামী ২০০ জন। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুল হোসাইন ও তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ওয়ালী আশরাফ খান,বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার রুজুকৃত দ্রুতবিচার আইনের মামলা নং ৫ তাং ৪/৯/২০২৪ইং এর ৩নং গ্রেফতারকৃত আসামী মুহিবুর রহমান মানিক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়