শিরোনাম

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চাকুসহ ভুয়া পুলিশ আটক

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মো. সোহেল নামে এক ভূয়া পুলিশকে চাইনিজ চাকু সহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প এর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সে পুলিশের বহিষ্কৃত সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত সোহেলের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সরঞ্জামাদি লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, সোহেল মদ খেয়ে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এসময় সে নিজেকে পুলিশ সদস্য দাবী করে। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও একটি চাইনিজ চাকু উদ্ধার করা হয়েছে। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।  ভূক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্ত্বাধিকারী। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, আটককারীকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়