হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বিএনপির পক্ষ হতে ২০২৪-এর ছাত্র আন্দোলনে নিহত ৮ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) ফরিদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
'আমরা বিএনপি পরিবার'-এর উদ্যোগে উক্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইবনে ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, 'আমরা বিএনপি পরিবার' এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গি, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন প্রমূখ।
আপনার মতামত লিখুন :