শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৪, ১১:১৯ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারদীয় উৎসব উপলক্ষে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

রাকিবুল ইসলাম, প্রতিনিধি : শারদীয় উৎসব উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে  নাটোরে শহরের শতাধিক অসহায় সনাতন পরিবারের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে তারা।


জানা যায়, গত শুক্রবার (৪ অক্টোবর) নাটোর শহরের ঝাউতলা থেকে এ কার্যক্রমের শুরু হয়। এরপর শহরের কানাইখালী, জেলেপাড়া, হুগোলবাড়িয়া এলাকায় পর্যায়ক্রমে মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ খাদ্য উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। খাদ্য উপহার সামগ্রীর প্যাকেজে রয়েছে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি।


এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ জানান, প্রতিষ্ঠার পর থেকেই আমরা সামাজিক কার্যক্রম পরিচালনা করছি। তার ধারাবাহিকতায় আমাদের এ উদ্যোগ। সনাতনীদের উৎসবে যেনো তাদের কেউ খাদ্য কষ্টে না থাকে এ ব্যাপারে আমরা সচেতন রয়েছি।  যুব প্রধান মোঃ রাহিক খান চৌধুরী বলেন, সকলের মাঝে ভাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের উদ্যোগ।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব সংগঠক সানি উল ইসলাম, নাহিদ আহমেদ, মো. আল আমিন, ইফতেখার শাওন, সাদিক হাসান সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণ, দূর্যোগে সহায়তা সহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়