শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৪৬ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় বজ্রপাতে নারীসহ তিন জনের মৃত্যু

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। অপরজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার পৃথক তিনটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তিনটি মরদেহের মধ্যে একটি নারীর। তার নাম শমিরন বেগম। তিনি সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের সালাম পন্ডিতের স্ত্রী এবং ৬ সন্তানের জননী। অন্য দুইজনের মধ্যে একজন হলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের রুহুল আমিনের ছেলে ফরিদ চৌকিদার এবং অপরজন চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. মোতাছিন মিয়ার ছেলে পাভেল হোসেন।

এদের মধ্যে শমিরন বেগম এবং ফরিদ চৌকিদারের মৃত্যু হয়েছে বজ্রপাতে এবং পাভেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পাভেল একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ভোলা সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী  তিনটি মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ফরিদ চৌকিদারের মৃত্যু হয় এবং মঙ্গলবার সকালে পুলিশ পাভেলের মরদেহ উদ্ধার করে এবং বিকেলের দিকে নিজ বাড়িতে বজ্রপাতে শমিরন বেগমের মৃত্যু হয়। পৃথক তিনটি ঘটনায় সদর অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়