শিরোনাম
◈ জাহাজ থেকে ১৯ নাবিক বিদেশে পলায়ন, গ্রেপ্তারি পরোয়ানা ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো অ্যাথলেটিকো মাদ্রিদ ◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ! ◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু ◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্য দিবালোকে নরসিংদীতে জবাই করে হত্যা

সানজিদা রুমা : নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সৌয়া ২টার দিকে প্রকাশ্য দিবালোকে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠের গেইটের সামনে এ হত্যাকান্ড সংগঠিত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহীনর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হানিফের নামে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তিনি চৌয়ালা এলাকার কালাম মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ ও ব্যাবসা সংক্রান্ত বিরোধের জের ধরে গত দেড় মাস পূর্বে নিহত হানিফের মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে হানিফের ছোট ভাই বাবু। ওই ঘটনায় নিহত হানিফ ও তার ভাই বাবুর নামে হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার দিন দুপুরে ঈদগাহ গেইটের সামনে বের হলে প্রকাশ্য দিবালোকে তাকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করে প্রতিপক্ষরা। মৃত্যু নিশ্চিতের পর দুবৃত্বরা চলে যায়।  খবর পেয়ে খবর পেয়ে পুলিশ ডিবি পুলিশ ও সেনাবাহিনর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  পরে ৪ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। 

নিহতের খালাতো ভাই কাউছার মিয়া জানিয়েছেন, প্রায় দেড় মাস পূর্বে তার মামা হাবিবুল্লাহ মিয়াকে কুপিয়ে হত্যা করে নিহত হানিফ ও তার ছোট ভাই বাবু। ওই সময় হাবুর ছেলে নাইম ও নাদিম তার বাবাকে কবর দেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিল ৪০ দিনের ভেতরে বাবার হত্যাকারিকে খুন করবে। আমরা ধারনা করছি আজকে নাইম ও নাদিম হানিফকে খুন করেছে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, এই হত্যাকান্ড পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে এ বিষয়ে মামলা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়